খেলা

পাকিস্তানের সামনে ভারতের ৩৩৭ রানের বড় চ্যালেঞ্জ

By Daily Satkhira

June 16, 2019

খেলার খবর: বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পরিসংখ্যানটা মোটেও ভালো নয়। ছয় সাক্ষাতের প্রতিবারই হেরেছে পাকিস্তান। সংখ্যাটা সাতে ওঠা এখন মনে হচ্ছে কেবল সময়ের ব্যাপার, যদি না পাক ব্যাটসম্যানরা অবিশ্বাস্য ব্যাটিং করেন। ওল্ড ট্র্যাফোর্ডে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৩৬ রানের পাহাড় গড়েছে ভারত। জিততে হলে দু:সাধ্য সাধন করতে হবে পাকিস্তানকে।

আজ টস ভাগ্যটা যায় পাকিস্তানের পক্ষে। মেঘলা আবহাওয়া ও ঠান্ডা বাতাস থাকায় ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। সিদ্ধান্তটা নিয়ে এখন আক্ষেপই হওয়ার কথা তার।

ব্যাটিংয়ে নেমেই পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হওয়া শুরু করেন রোহিত শর্মা। শিখর ধাওয়ানের পরিবর্তে ব্যাটিংয়ে ওপেন করতে নামা লোকেশ রাহুল তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান। এই দুজন মিলে যোগ করেন ১৩৬ রান। যেখানে রাহুলের অবদান ৫৭। ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা রোহিত শর্মা সেঞ্চুরি করে ৮৫ বলে।

রাহুল ফেরার পর অধিনায়ক রিবাট কোহলিকে নিয়ে আরো ৯৮ রান যোগ করেন রোহিত। ১১৩ বলে ১৪০ রান করে ফিরে যান ভারতীয় ওপেনার। পাকিস্তানের বিপক্ষে রোহিতের এটি দ্বিতীয় সেঞ্চুরি। রোহিত শর্মা ফিরে যাওয়ার পর বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া দ্রুত রান তুলতে থাকেন। ১৬ বলে ২৬ রান করেন পান্ডিয়া।

ভারতীয় ইনিংসের ৪৭তম ওভারে নামে। খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘন্টা। খেলা শুরু হলে কোনো ওভার কাটা হয়নি। আজ মধ্যাহৃভোজের বিরতি হবে মাত্র ১৫ মিনিট।

বিরতির পর আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। ৬৫ বলে ৭৭ রান করেন ভারতীয় অধিনায়ক। ইনিংসের শেষ দিকে রানের চাকাটা দ্রুত ঘোরাতে ব্যর্থ হন বিজয় শংকর ও কেদার যাদব। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩৩৬ রানেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনার শিখর ধাওয়ানকে ছাড়াই খেলতে নেমেছে বিরাট কোহলিরা। অলরাউন্ডার বিজয় শংকরকে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। পাকিস্তান দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম। বাদ পড়ছেন আসিফ আলি।

ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল,বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব,দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুবেন্দ্র চাহাল ও জাসপ্রতি বুমরাহ।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, হাসান আলী ও মোহাম্মদ আমির।