কালিগঞ্জ

ডা. রুহুল হক এমপি’র সাথে ইউএনএফপিএ প্রতিনিধি দলের মতবিনিময়

By Daily Satkhira

June 16, 2019

তোষিকে কাইফু: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দপ্তর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারের দ্বিতীয় তলায় আজ(রবিবার) ইউ এন এফ পি এ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃআ ফ ম রুহুল হক এমপি’র সাথে ইউ এন এফ পি এ প্রতিনিধিদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনার বিষয় ছিল বাল্যবিবাহ, তৃণমূল ও অনুন্নত এলাকায় চিকিৎসা সেবা ও জনসচেতনতা। উল্লেখিত বিষয়ের সমস্যা ও সমাধান এবং এইচ পি এম ভিশন নিয়ে আলোচনা করা হয়।সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলাকে তুলে ধরা হয় উল্লেখিত বিষয়ের বর্তমান অবস্থা মূল্যায়নে।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, সমস্যা সমাধানে ডাটা সংগ্রহ ও ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে।বর্তমানে ছেলেদের বাল্যবিবাহ মেয়েদের তুলনায় কম। স্কুল পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধে পদক্ষেপ নিতে হবে।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, আন্তর্জাতিক পরামর্শক ড. পদ্মা এম কারুণারত্ন, রিসার্চ ইনিটিয়েটিভ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচ‌িব প্রকৌশলী সমীর রঞ্জন বিশ্বাস।