খেলা

ভারতজুড়ে ধর্মঘটে চিকিৎসকরা

By Daily Satkhira

June 17, 2019

বিদেশের খবর: পশ্চিমবঙ্গে ৬ দিন ধরে চলমান চিকিৎসকের ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ভারতের সব রাজ্যের চিকিৎসকরা। ফলে আজ সোমবার ভারতজুড়ে চলছে চিকিৎসকদের ধর্মঘট।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশননের ডাকে দেশজুড়ে ধর্মঘটে যোগ দিয়েছে বিভিন্ন রাজ্যের হাসপাতাল। সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ২৪ ঘণ্টার ধর্মঘট। খবর এনডিটিভির

জরুরি এবং আউটডোরের চিকিৎসাবাদে সব ধরনের চিকিৎসা বন্ধ রয়েছে ভারতে। ফলে দুর্ভোগে পড়েছেন রোগীরা।

গত ১০ জুন কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর, এক জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে মৃতের পরিবারের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে সে দিনই ধর্মঘটের ডাক দেন মেডিকেল কলেজটির শিক্ষানবিশ চিকিৎসকরা। পরে তাদের সঙ্গে যোগ দেন কলকাতার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসকরাও। আজ তাদের সঙ্গে যোগ দিলেন পুরো ভারতের চিকিৎসকরা।

তবে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিক্ষোভরত চিকিৎসকদের আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আজ কিছু হাসপাতাল ধর্মঘটে যোগ দেয়নি।। রোববার প্রতিবাদ প্রত্যাহার করে নেয় দিল্লির এইএমস এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।