নিজস্ব প্রতিবেদক: ডিআরআরএ পিআইএইচআরএস ফেজ-২ প্রকল্পের আওতায় সাতক্ষীরা, মানিকগঞ্জ, চট্রগ্রাম জেলা ও ঢাকা অফিসে কর্মরত সকল কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ÒProject Orentation for PIHRS phase-II and Staff Training on Gender,CSP&Fraud Management” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা দেবহাটার হাদিপুর প্রশিক্ষণ ডিআরআরএ ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টারে দুই দিন ব্যাপী প্রশিক্ষণে প্রকল্পের ৩৪ জন কর্মী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ডিআরআরএ উপ পরিচালক প্রোগ্রাম দেবেশ দাস, ঢাকা ডিআরআরএ সহকারী পরিচালক ফাইন্নন্স ও নূর জামান এম এন্ড ই ম্যানেজার মো: আমিনুল ইসলাম। প্রশিক্ষণে সহায়তা করেণ জেলা ম্যানেজার ও সাতক্ষীরা পিআইএইচআরএস প্রজেক্ট ফেজ-২ সহকারী ডকুমেন্টেশন অফিসার মোঃ আবুল হোসেন মোঃ আরিফুল ইসলাম। সিবিএম এর সহায়তায় ডিআরআরএ সংস্থার আয়োজন প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়।