আন্তর্জাতিক

সৌদি আরবে বাণিজ্যিক প্লেনে প্রথম নারী পাইলট

By Daily Satkhira

June 18, 2019

বিদেশের খবর: সৌদি আরবে বাণিজ্যিক প্লেন চালানোর অনুমতি পেয়েছেন এক নারী। দেশটির কোনো বাণিজ্যিক প্লেনে প্রথম নারী পাইলট তিনি। এই পাইলটের নাম ইয়াসমিন আল মাইমানি। তবে তিনি ছয় বছর আগে প্লেন চালানোর লাইসেন্স পেয়েছিলেন।

সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

জানা গেছে, নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসমিন। এয়ারলাইন্সটি সৌদি ও মিশরের বিভিন্নস্থানে ফ্লাইট পরিচালনা করে থাকে।

বৈমানিক হিসেবে জর্ডান থেকে যোগ্যতা অর্জন করেন ইয়াসমিন। এরপর যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা বিমান উড়ানোর প্র্যাকটিস করেছেন তিনি। ২০১৩ সালে ইয়াসমিন তার মার্কিন বিমান চালানোর লাইসেন্সের সঙ্গে সৌদির বিমান চালানোর লাইসেন্স অদল-বদল করেন।

এদিকে ইনস্টাগ্রাম পোস্টে প্লেনের ককপিটে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন ইয়াসমিন। এই পোস্টের নিচে লিখেছেন, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে, আল্লাহকে ধন্যবাদ। ফার্স্ট অফিসার হিসেবে কাজ করার অনুমতি পেয়েছি।