আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা ও বিচ্ছিন্নতাবাদী নিহত

By Daily Satkhira

June 18, 2019

বিদেশের খবর: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই বিচ্ছিন্নতাবাদী ও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

মঙ্গলবার সকালে অনন্তনাগে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত বিচ্ছিন্নতাবাদীদের একজনের নাম সাজাদ আহমেদ ভাট।

গত ফেব্রুয়ারিতে রাজ্যটির পুলওয়ামা জেলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের (সিআরপিএফ) গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। পুলিশ বলছে, সেই হামলায় বিস্ফোরক বহনকারী গাড়ির মালিক ছিলেন সাজাদ।

পুলিশ জানায়, কিছু বিচ্ছিন্নতাবাদী ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তনাগের ঘটনাস্থলে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা অভিযানরত বাহিনীর দিকে গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের একটি ভবনে আরও বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে আছে বলে তাদের বিশ্বাস।

এসব বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহাম্মদের সঙ্গে জড়িত বলে জানিয়েছে ভারত।

এর আগে সোমবার পুলওয়ামায় রাষ্ট্রীয় রাইয়েফেলের একটি গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় আধা-সামরিক বাহিনীটির ছয় সেনা ও দুই বেসামরিক আহত হন। পরে হাসপাতালে আহত দুই সেনার মৃত্যু হয়।

সোমবারের ওই বোমা হামলার পর একইদিন অনন্তনাগ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলিতে এক মেজর নিহত ও আরও তিন সেনা আহত হন।

সোম ও মঙ্গলবারের এসব ঘটনায় কর্মকর্তাসহ মোট চার জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।