সাতক্ষীরা

মিউটেশন নম্বর নিতে গিয়ে পিয়নের হাতে প্রহৃত ভূমিহীন নেতা বাবু

By daily satkhira

June 18, 2019

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর ভূমি অফিসে একজন ভূমিহীন সদস্যের জমির মিউটেশন নম্বর জানতে গিয়ে পিয়ন নাছিমুলের হাতে প্রহৃত হয়েছেন সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবু। এ সময় তার কাছে থাকা ৭ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে নাছিমুল। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে আবদুর রহমান বাবুর পক্ষে এ কথা বলেন তার স্ত্রী হোসনেয়ারা। এ সময় তার জা রোমেছা খাতুন, বোন হাসিনা খাতুন ও বাবুর ভাই জাফর আলম উপস্থিত ছিলেন। হোসনেয়ারা বলেন তার স্বামী আবদুর রহমান বাবু উপজেলা ভূমিহীন সমিতির সাধারন সম্পাদক হিসাবে তার সমিতির সদস্য শাহিনা পারভিনের জমির মিউটেশন নম্বর জানতে ভূমি অফিসার কান্তি লালের কাছে যান। তার কাছে কাগজপত্রও জমা দেন। কিছু সময় পর সদর ভূমি অফিসের পিয়ন নাছিমুল এসে তাকে বলে ‘ তোর নাম বাবু না। এডিসি রাজস্ব স্যার তোকে ডাকছেন’। এ কথা বলেই সে তার জামার কলার ধরে টানা হেটচড়া করতে থাকে। তাকে টানতে টানতে এসি ল্যান্ড অফিসের সামনে নিয়ে যায়। তাকে মারপিট করতে থাকলে উপস্থিত লোকজন বাধা দেয়। এ সময় নাছিমুল বাবুর পকেটে থাকা সাত হাজার টাকা ছিনিয়ে নেয়। হোসনেয়ারা তার স্বামীর পক্ষ নিয়ে আরও বলেন বাবু ভূমিহীনদের অধিকার আদায়ের আন্দোলন করে থাকেন। অপরদিকে পিয়ন নাছিমুল একজন ঘুষখোর ও দুর্নীতিবাজ। জমির মিউটেশন নোটীশের জন্য কোনো টাকা নেওয়ার নিয়ম না থাকলেও নাছিমুল প্রত্যেকের কাছ থেকে জোর করে দুই শত টাকা আদায় করে থাকে। এ নিয়ে প্রতিবাদ করায় কয়েকদিন আগে নাছিমুল বাবুর ওপর ক্ষিপ্ত হয়। তার ঘুষ আদায় ব্যাহত হওয়ায় নাছিমুল মঙ্গলবার সুযোগ বুঝে বাবুর ওপর হামলা চালায়। নাছিমুলের ঘুষ আদায় ও অন্যান্য দুর্নীতির কারণে তার বিরুদ্ধে কিছুদিন আগে পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়। এতে সে বিপাকে পড়ে যায়। এই ঝাল মেটাতে মঙ্গলবার নাছিমুল আবদুর রহমান বাবুর ওপর হামলা করে। হোসনেয়ারা বলেন তার স্বামীকে এখন নতুন ফাঁদে ফেলার চেষ্টা করছে নাছিমুল। তিনি তার শাস্তি দাবি করেন । এ ব্যাপারে হোসনেয়ারা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।