সাতক্ষীরা

লাবসা ইমাদুল হক হাইস্কুলে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময়

By daily satkhira

June 18, 2019

প্রেস বিজ্ঞপ্তি : ১৮ জুন ২০১৯ সাতক্ষীরা জেলার সদর উপজেলার ‘‘লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের’’ আয়োজনে অগ্রগতি সংস্থা’র বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় “ইন্টানেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ শির্ষক” মতবিনিময় সভা স্কুলের শিক্ষক ও কিশোর কিশোরীদের সমন্বয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়। আলোচনায় শিশু নির্যাতনের ধরণ, ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন কিভাবে হয়, ইন্টারনেটের অপব্যবহার থেকে সুরক্ষার উপায়, ইন্টারনেট ব্যবহার নির্দেশিকাটি শ্রেণীতে পাঠদান, শিশু আইন-২০১৩, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন-২০১২, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় । আলোচনান্তে সকলে একমত পোষন করেন যে, ইন্টানেটের মাধ্যমে আমাদের শিশুরা বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছে। সে কারনে ইন্টারনেট ব্যবহার শিশুদের জ্ঞান বিকাশের জন্য অত্যাবশ্যক। কিন্তু তাদেরকে ইন্টারনেট ব্যবহার করার পূর্বে ভাল-মন্দ উভয় অপসান সম্পর্কে জানতে হবে এবং সেমত সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে। অনেকে ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে নিজেরা ক্ষতি গ্রস্থ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দুষ্ট চক্রের প্রলোভনে পড়ে নির্যাতনের শিকার হচ্ছে। যারফলে তারা পড়ালেখায় অমনোযোগী হচ্ছে। জেলা শিক্ষা অফিসারের নির্দেশক্রমে আমাদের শিক্ষার্থীদেরকে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু অধিকার ইউনিট প্রণীত নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বিষয়ক নির্দেশিকাটি পাঠ্যসূচীর অংশ হিসাবে শ্রেণীতে আলোচনা রাখা হচ্ছে, যাতে করে শিক্ষার্থীরা ইন্টারনেটের ভাল মন্দ দিক সম্পর্কে ভাল ভাবে জানতে পারে। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন সেকট প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: সফিউল হক ।