বিদেশের খবর: লিচু খাওয়ার পর প্রাণঘাতী মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়ে ভারতে অন্তত ১০৩ শিশু নিহত হয়েছে।
গত ১০ দিনে ভারতের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। দেশটির বিহার প্রদেশের মুজাফফরপুর জেলায় মৃত্যু হওয়া এসব শিশুর অধিকাংশের বয়স ১০ বছরের নিচে।
অ্যাকিউট এনসেফালিটিস সিনড্রোমে (এইএস) আক্রান্ত হয়ে তারা মারা গেছে। এ ঘটনায় মঙ্গলবার হাসপাতালের সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বিহারের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সিং বলেন, নিহত প্রত্যেক শিশুর মস্তিষ্কে অ্যাকিউট এনসেফালিটিস সিনড্রোমের উপস্থিতি পাওয়া গেছে। তবে নিহত শিশুদের অধিকাংশের রক্তে হঠাৎ করেই গ্লুকোজের পরিমাণ কমে যায়।