ফিচার

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৪৪ কেজি কষ্টি পাথরের মূর্তিসহ চোরাকারবারী আটক

By Daily Satkhira

June 19, 2019

আসাদুজ্জামানঃ সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ৪৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ এক চোরাকারবারীকে আটক করেছে। বুধবার দুপুরে শহরের কাটিয়া সরকারপাড়া এলাকা থেকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে। আটক চোরকারবারীর নাম পিযুষ মিত্র (৫০)। তিনি কাটিয়া সরকারপাড়া এলাকার দেব প্রসাদ মিত্রের ছেলে। র‌্যাব জানায়, সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি কষ্টি পাথর ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেঃ এম. মাহমুদুর রহমান মোল্যার নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় পিযুষ মিত্রের বাড়ির দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি রুমের ভিতর থেকে উক্ত কষ্টি পাথরসহ তাকে আটক করা হয়। যার ওজন ৪৪ কেজি ৫০০ গ্রাম।

সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেঃ এম. মাহমুদুর রহমান মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি কষ্টি পাথরের তৈরী শিব লিঙ্গ। তবে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক অধিকতর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উক্ত বস্তুটি কষ্টি পাথরের তৈরী কিনা তার সঠিকতা যাচাই করা সম্ভব হবে বলে তিনি আরো জানান।