আজ ৮ মার্চ বিমান বাংলাদেশ এয়ার লাইনস আন্তর্জাতিক নারী দিবসে ঢাকা-সিলেট রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। বিশেষ এই ফ্লাইটটি পরিচালনা করবেন বিমানের নারী পাইলট ও নারী ক্রুরা।
বিমান সূত্রে জানা গেছে, বিশেষ এই ফ্লাইটে থাকবেন ক্যাপ্টেন তানিয়া রেজা এবং ফার্স্ট অফিসার সারোয়াত সিরাজ অন্তরা ।তারা দুজন বোয়িং “৭৩৭-৮০০” উড়োজাহাজে দুপুর ১ টা ১৫ মিনিটে বিজি -৬০৩ ফ্লাইটে ছয় জন নারীক্রু ও যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন।
এভিয়েশন খাতে নারীদের আরো আগ্রহী এবং বিশ্বের অন্যান্য এয়ার লাইনসের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার জন্য বিমানের এই উদ্যোগ।
বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ও বিশেষভাবে গুরত্ব দিচ্ছে। বিমানের প্রতিষ্ঠালগ্ন থেকে পুরুষ কর্মীদের পাশাপাশি বিমানের নারীকর্মীরাও ফ্লাইট পরিচালনাসহ বিভিন্ন শাখায় সফলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে ।
বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মিরাজ এ প্রসঙ্গে বলেন, নারীরা যে আকাশ ছুঁতে পারেন এই উদ্যোগ তারই একটি নমুনা।
তিনি আরো বলেন, এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের নারীরা এভিয়েশন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী হবে। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ার লাইনস নারীদের কর্মক্ষেত্রে শতভাগ সুন্দর পরিবেশ নিশ্চিত করে আসছে।