খেলা

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

By Daily Satkhira

June 20, 2019

খেলার খবর: বিশ্বকাপের টিকে থাকার লড়াইয়ে আজ বৃস্পতিবার (২০ জুন) অজিদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

আজকের ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উইনিং কম্বিনেশন ভাঙ্গার সম্ভাবনা খুবই কম। কারণ সব শেষ ম্যাচে দারুণ জয় পায় বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষ যখন অষ্ট্রেলিয়া তখন বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে এক পরিবর্তন। বাড়তি একজন পেসার সহ মাঠে নামতে পারে মাশরাফিরা। সে ক্ষেত্রে বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেতে পারেন স্প্রিড স্টার রুবেল হোসেন।

টাইগার পেস অলরাউন্ডার সাইফুদ্দিন ইনজুরিতে পরায় তিনি নাও খেলতে পারেন। প্রথম কয়েক ম্যাচে রান না পেলেও দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার আগে উইন্ডিজের বিপক্ষে ভালো করছিলেন তামিম ইকবাল। সৌম্য সরকার ইনিংস বড় করতে না পারলেও দারুণ শুরু এনে দিচ্ছেন প্রতি ম্যাচেই। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের সাথে মিডল অর্ডারে গত ম্যাচে লিটনের ব্যাটিং টাইগার মিডল অর্ডারকে রাখবে নিশ্চিন্ত।

তবে বাংলাদেশকে ভুগতে হচ্ছে একজন গতিময় বোলারের অভাব।

স্মিথ-ওয়ার্নাররা যেখানে স্পিনে অভ্যস্ত সেক্ষেত্রে মোসাদ্দেকে বসিয়ে বাড়তি একজন পেসারের প্রতি ঝুঁকি নিতে পারে নির্বাচকরা। সে ক্ষেত্রে রুবেল হোসেন থাকতে পারেন একাদশে।

অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দুই জনই ইতোমধ্যে শতকের দেখা পেয়েছেন বিশ্বকাপের এই আসরে। সাথে আছেন স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার প্রতি ম্যাচেই শেষের দিকে ঝড়ো ইনিংস খেলে প্রতিপক্ষের সাথে পার্থক্য গড়ে দিচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল।

গত বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা সর্বোচ্চ উইকেটশিকারি পেসার মিচেল স্টার্ক এই আসরেও আছেন দারুণ ছন্দে। এছাড়া প্যাট কামিন্সের পেসও সামলাতে হবে টাইগারদের। পেস অলরাউন্ডার মার্কাস স্টইনিসও ফিরতে পারেন একাদশে।

ভারতের বিপক্ষে খরুচে বল করে বাদ পড়া অ্যাডাম জাম্পা সুযোগ না পেলে স্পিন আক্রমণের দায়িত্বটা পালন করবেন অলরাউন্ডার ম্যাক্সওয়েলই।

টাইগারদের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।