রাজনীতি

৭ মার্চের আলোচনা সভায় মুনসুর আহমেদ -বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মহান নেতা

By Daily Satkhira

March 08, 2017

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চালতেতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আ’লীগ নেতা সৈয়দ হায়দার আলী তোতা, জয়নুল আবেদীন জোসি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ আহমেদ আলী কচি, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, সহ-সভাপতি আবু সাক্কার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, শেখ জাহাঙ্গীর হোসেন, ডাঃ সম্রাট প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি বাঙালি জাতির মুক্তি জন্য ৭মার্চ যে ভাষণ দিয়েছিলেন তা সারা বিশ্বে এক অবিস্মরনীয় হয়ে আছে। তাঁর ভাষণে উদ্বুদ্ধ হয়ে সাড়ে সাত কোটি বাঙালি সেদিন ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। আজ তাঁর কল্যানেই আমরা পেয়েছি স্বাধীন জাতি, স্বাধীন পতাকা। বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মহান নেতা। তাঁর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বক্তারা আরোও বলেন বর্তমান সরকারে আমলে দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রয়েছে।