সাতক্ষীরা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি

By Daily Satkhira

June 20, 2019

আসাদুজ্জামান: “ আসুন বায়ু দূষন রোধ করি ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সারাবিশ্বে জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি মিল কলকারখানা, যানবাহন ও ইটভাটাসহ বিভিন্ন কারনে পরিবশে ও বায়ুদূষণ হচ্ছে। এই বায়ুদূষণ হতে মুক্তি পেতে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপনের উপর এ সময় গুরুত্ব আরোপ করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, সরকারী-বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।