খেলা

ফের তিন সংস্করণে বিশ্বসেরা সাকিব

By Daily Satkhira

March 08, 2017

আইসিসির টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গেছে। সাকিব এখন তিন সংস্করণেই শীর্ষে। ওয়ানডে এবং টি-টুয়েন্টি অলরাউন্ডারের তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন। এর আগেও তিনি একসঙ্গে তিন সংস্করণে বিশ্বসেরার খেতাব অর্জন করেছিলেন।

সাকিব টেস্টে শীর্ষে ফিরেছেন মূলত রবিচন্দ্রন অশ্বিন পিছিয়ে পড়ায়। বেঙ্গালুরু টেস্টে ভারতকে বল হাতে জিতিয়ে দিলেও ব্যাট হাতে সিরিজে ৪ ইনিংসে অশ্বিনের রান ছিল ২০।

গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্ট শেষে অশ্বিনের রেটিং পয়েন্ট ছিল ৪৯৩। তার ক্যারিয়ার সর্বোচ্চ। নিউজিল্যান্ড সিরিজে সাকিবও উঠেছিলেন নিজের ক্যারিয়ারের সেরা রেটিংয়ে। তার পরও ছিলেন অশ্বিনের অনেকটা পেছনে। সাকিবের সেরা রেটিং ৪৪৩।

সাকিবের রেটিং এখন ৪৪০। পিছিয়ে পড়ে অশ্বিনের রেটিং ৪৩৪।

অশ্বিন ২০১৫ সালের ডিসেম্বরে টেস্টে সাকিবকে ছাড়িয়ে গিয়েছিলেন। এবার জায়গা হারালেন।

তিন, চার ও পাঁচে আগের মতোই রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস রয়েছেন।

টি-টুয়েন্টিতে অলরাউন্ডারের তালিকা ধরে রাখতে সাকিবের রেটিং ৩৪৬। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩৪৩।

ওয়ানডেতে বেঙ্গল টাইগারের রেটিং ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর সংগ্রহ ৩৩১।

অশ্বিন টেস্ট অলরাউন্ডারের তালিকা থেকে দুইয়ে নেমে গেলেও টেস্ট বোলারের তালিকায় যৌথভাবে সবার উপরে আছেন। তার সতীর্থ রবীন্দ্র জাদেজা শীর্ষস্থানে তার সঙ্গী। এই প্রথম যৌথভাবে দুই স্পিনার টেস্টের শীর্ষস্থান দখল করলেন।