সেলিম হায়দার : “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ^ উন্নয়নের মাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস। দিনটি উপলক্ষ্যে বুধবার (৮ মার্চ) সকালে তালা উপশহরে র্যালি শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রসাশন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা’র আয়োজনে সমগ্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের অধ্যাক্ষ গোলাম মোস্তফা, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, তালা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ ইখতিয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ হাদিউজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দর প্রমুখ। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, ভূমিজ ফাউন্ডেশন, মুক্তি ফাউন্ডেশন নারী উন্নয়ন সংস্থা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।