ভারতে গর্ভ ভাড়া করার মাধ্যমে সন্তান নেয়া অবৈধ। ২০১৬ সালে দেশটির লোকসভায় এই বিষয়ে একটি বিল পাস হয়। কিন্তু বলিউডের কয়েকজন তারকা ওই বিলটি আইনে পরিণত হওয়ার আগেই গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছিলেন।
সোহেল খান গর্ভ ভাড়া করে ২০০০ সালে সালমান খানের ছোট ভাই সোহেল খানও বাবা হন। যদিও তার দুটি সন্তান ছিল। তারপরও তিনি গর্ভ ভাড়া করে সন্তান নেন। এই সন্তানের নাম নির্ভানা।
আমীর খান আমীর খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেয়ায় সক্ষম। আগের স্ত্রীর ঘরে তার দুটি সন্তান রয়েছে। ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তারও ‘গর্ভ ভাড়া’ নেয়ার কথা নয়। কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছিলেন গর্ভ ভাড়া করে। এই সন্তানের নাম আজাদ।
শাহরুখ খান শাহরুখ খান আর তার স্ত্রী গৌরী খানের এমনিতেই দুই সন্তান ছিল। তারপরও ২০১৩ সালে তারা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নিয়েছিলেন। সেই সন্তানের নাম আবরাম।
করণ জোহর এই চলচ্চিত্র নির্মাতা বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে বাবা হননি। কারণ তিনি একজন সমকামী। তিনিও গর্ভ ভাড়া করে যমজ সন্তানের বাবা হয়েছেন।