কালিগঞ্জ

নলতায় “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

By daily satkhira

June 22, 2019

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন টিকাদান কেন্দ্রে শনিবার (২২ জুন) ৬ থেকে ১১ মাস বয়সের ৫৩৬ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩১৯৪ জন শিশুকে “এ” প্লাস খাওয়ানো হয়েছে। উক্ত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন, সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। এসময় তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসল শিশুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নির্ধারিত বয়সের কোনো শিশুই যাতে এ কর্মসূচি থেকে বাদ না পরে আমরা প্রতিটি পয়েন্টে আমাদের তত্ত্ববধানে রয়েছে। এমনকি শিশুদের নিয়ে অভিভাবকরা যাতে ক্যাম্পে আসেন এর জন্য এলাকায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, নলতা হাসপাতালের সুপারিনটেন্ডডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী, সাতক্ষীরা জর্জ কোর্টের পেশকার আব্দুস সালাম, স্বাস্থ্যসহকারী আব্দুল জলিল, স্বাস্থ্যসহকারী শাহানা পারভীন প্রমূখ।