আজকের সেরা

সংসদে প্রকাশিত দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা দেখে নিন

By Daily Satkhira

June 23, 2019

দেশের খবর: জাতীয় সংসদে শনিবার প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যাংক খাতের শীর্ষ ৩০০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন। খেলাপি ঋণ বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে অর্থমন্ত্রী এ তালিকা প্রকাশ করেন। এতে আলোচিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্বল্প পরিচিতরাও রয়েছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানের নাম ক্রমানুসারে উল্লেখ করা হলো।

১ থেকে ৫০ : সামান্নাজ সুপার অয়েল, গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডাইং, রিমেক্স ফুটওয়্যার, কোয়ান্টাম পাওয়ার, মাহিন এন্টারপ্রাইজ, রূপালী কম্পোজিট, ক্রিসেন্ট লেদার, এস এ অয়েল রিফাইনারি, সুপ্রভ কম্পোজিট, গ্রামীণ শক্তি, সুপ্রভ স্পিনিং, কম্পিউটার সোর্স, সিমরান কম্পোজিট, ম্যাক্স স্পিনিং, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ, আলফা কম্পোজিট টাওয়েলস, সিদ্দিক ট্রেডার্স, রুবাইয়া ভেজিটেবল অয়েল, রাইজিং স্টিল, আনোয়ারা স্পিনিং, সুপ্রভ রোটর স্পিনিং, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যার্স, রানকা সোহেল কম্পোজিট টেক্সটাইল, লেক্সকো, জ্যাকুয়ার্ড নিটেক্স, ইব্রাহীম টেক্সটাইল, ম্যাক ইন্টারন্যাশনাল, বাংলালায়ন কমিউনিকেশন্স, চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, হলমার্ক ফ্যাশন, পদ্মা পলি কটন, গ্রান্ড ট্রেডিং, ফেয়ার ট্রেড ফেব্রিক্স, গ্রাম বাংলা এনপিকে ফার্টিলাইজার, সাহারিশ কম্পোজিট টাওয়েল, ৭বি অ্যাসোসিয়েটস, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, সূর্যমুখী জুট স্পিনিং, ফেয়ার ইয়ার্ন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রূপায়ণ হাউজিং, এসকে স্টিল, মাবিয়া শিপ ব্রেকার্স, মুন্নু ফেব্রিক্স, হেল্পলাইন রিসোর্সেস, ঢাকা ডাইয়িং, বিসমিল্লাহ টাওয়েলস, রানকা ডেনিম ও তানিয়া এন্টারপ্রাইজ।

৫১ থেকে ১০০ : এইচ স্টিল রিরোলিং, কেয়ার স্পেশালাইজড হসপিটাল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, চিটাগং সিন্ডিকেট, টি অ্যান্ড ব্রাদার নিট কম্পোজিট, গ্লোব এডিবল অয়েল, এমএইচ গোল্ডেন জুট মিলস, নর্থস এগ, সিমাট সিটি জেনারেল ট্রেডিং, ইব্রাহীম কনসোর্টিয়াম, লামিসা স্পিনিং, অ্যাপল সিরামিকস, আর এল এন্টারপ্রাইজ, এম কে শিপ বিল্ডার্স, মাহমুদ ফেব্রিক্স, কটন করপোরেশন, এমবিএ গার্মেন্টস, সিক্স সিজন অ্যাপার্টমেন্ট, ন্যাশনাল স্টিল, ক্যাপিটাল বোর্ড মিলস, ইউনাইটেড এয়ারওয়েজ. করল্লা করপোরেশন, এক্সপারটেক, বুলু ইন্টারন্যাশনাল, সাফারি ট্রেডার্স, আমাদের বাড়ি, ওয়াল-মার্ট ফ্যাশন, এগ্রো ইন্ডাস্ট্রিজ, শবমেহের স্পিনিং, সুপ্রভ মেলাঞ্জ স্পিনিং, হিমালয় পেপার, লিবার্টি ফ্যাশন ওয়্যারস, ক্রিসেন্ট ট্যানারিজ, চৌধুরী টাওয়েল, চৌধুরী লেদার, ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম, অ্যাপেক্স নিট কম্পোজিট, আবদুল্লাহ স্পিনিং মিলস, আনোয়ারা মান্নান টেক্সটাইল, সগির অ্যান্ড ব্রাদার্স, মাস্টার্ড ট্রেডিং, ইসলাম ব্রাদার্স, হিন্দুল ওয়ালি টেক্সটাইল, আরিয়ান কেমিক্যালস, ওয়ান ডেনিম, মুহিব স্টিল অ্যান্ড শিপ রি-সাইক্লিং, গ্লোব মেটাল কমপ্লেক্স, এরশাদ ব্রাদার্স করপোরেশন, জালাল অ্যান্ড সন্স ও বিশ্বাস গার্মেন্টস।

১০১ থেকে ২০০ : সাইয়িদ ফুডস, এইচআরসি শিপিং, আলী পেপার মিলস, রহমান শিপব্রেকার্স, ড্রেডজ বাংলা, ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস, ফাইবার শাইন, অরনেট সার্ভিসেস, মজিবুর রহমান খান, জাহিদ এন্টারপ্রাইজ, তাবাসসুম এন্টারপ্রাইজ, অ্যাপেক্স উইভিং, মিশন ডেভেলপারস, তালুকদার ইউপিভিসি ফিটিংস, অ্যাননটেক্স নিট, ওয়েল টেক্স, ডেল্টা সিস্টেমস, এফ আর জুট ট্রেডিং, গ্যাট নিট টেক্স, জেওয়াইবি নিট, জারা নিট টেক্স, সোনালী জুট মিলস, সামান্নাজ কনডেন্সড মিল্ক্ক, জুমা এন্টারপ্রাইজ, রেফকো ফার্মাসিউটিক্যালস, স্ট্রিজার কম্পোজিট, শফিক স্টিল, স্টাইলো ফ্যাশন, রাজশাহী সুগার মিলস, এমারেল্ড অয়েল, লাকি শিপবিল্ডার্স, মীম এন্টারপ্রাইজ, আল-আমিন বেভারেজ, এফ কে নিট টেক্স, ম্যাপ পেপার বোর্ড মিলস, অটবি, হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংস্থা, এ কে জুট ট্রেডিং, মনোয়ারা ট্রেডিং, চিটাগাং ইস্পাত, টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আলভি নিট টেক্স, এফ আর জুট মিলস, টেক্সটাইল ভারটুসো, ম্যাক শিপবিল্ডার্স, ওয়েস্টার্ন হাউজিং, এমবিইসি পিবিএল, সিমি নিট টেক্স, অ্যালাইন অ্যাপারেলস, শাইনিং নিট টেক্স, প্রফিউশন টেক্সটাইলস, সাউথ ইস্টার্ন পেপার মিলস, মা টেক্স, সিদ্দিক অ্যান্ড কোম্পানি, কনফিডেন্স সুজ, আহমেদ মুজতাবা স্টিল, শাপলা ফ্লাওয়ার মিলস, আব্দুর রাজ্জাক লিমিটেড, হাবিব স্টিলস, সরদার অ্যাপারেলস, ক্রিয়েটিভ ট্রেড, ক্রিস্টাল স্টিলস অ্যান্ড শিপব্রেকিং, সুপার সিক্স স্টার শিপব্রেকিং ইয়ার্ড, জেড অ্যান্ড জে ইন্টারন্যাশনাল, কক্স ডেভেলপার, এস শিপিং লাইন, জবা টেক্সটাইল, সেন্টার ফর অ্যাসিসটেড রিপ্রোডাকশন, বিতরণী ট্রেডার্স, শীতল এন্টারপ্রাইজ, প্রাইস ক্লাব জেনারেল ট্রেডিং, নিউ অটো ডিফাইন, আনিকা এন্টারপ্রাইজ, এ আর এস এস এন্টারপ্রাইজ, গোল্ডেন হরাইজন, জয়পুরহাট সুগার মিলস, দুসাই হোটেল অ্যান্ড রিসোর্ট, মোবারক আলী স্পিনিং মিলস, কেয়া কসমেটিকস, রেজা জুট ট্রেডিং, আর কে ফুডস, মিমকো জুট মিলস (কম্পোজিট), আর্ডেন্ট সিস্টেমস, টেক্স নিট ইন্টারন্যাশনাল, বেনজ ইন্ডাস্ট্রিজ, ম্যাস শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ড্রেসেস, ইলিয়াস ব্রাদার্স, জয়নাব ট্রেডিং, ওয়েসিস হাই-টেক স্পোর্টস ওয়্যার, কেরু অ্যান্ড কোং, ফিয়াজ এন্টারপ্রাইজ, এখলাস স্পিনিং মিলস, ফাহামি নিটওয়্যার, জে অ্যান্ড জে ফেব্রিক্স টেক্সটাইল, আর বি এন্টারপ্রাইজ, অনলাইন প্রপার্টিজ, ফাহামি ওয়াশিং প্লান্ট, রামিসা ট্রেডিং ও ল্যান্ড মার্ক ফেব্রিক্স।

২০১ থেকে ৩০০ : এস কে এন্টারপ্রাইজ, শিফান শিপিং লাইন, সুপ্রিম জুট অ্যান্ড নিটেক্স, ফরচুন স্টিল, মোস্তফা অয়েল প্রোডাক্টস, মেসার্স হাবিবুল ইসলাম, মাবিয়া স্টিল কমপ্লেক্স, পদ্মা এগ্রো ট্রেডার্স, আমান ট্রেডিং করপোরেশন, পলিমার নিটওয়্যার, এমারেল্ড অটো ব্রিকস, ম্যাজেস্টিকা হোল্ডিং, ওয়াফা এন্টারপ্রাইজ, দেশবন্ধু সুগার মিলস, মনিকা ট্রেডিং ইন্টারন্যাশনাল, এস এ ট্রেডার্স, দি অ্যারিস্টোক্রেট এগ্রো, ইউরোপা বেভারেজ অ্যান্ড ফুডস, ফ্যাশন ক্রাফট নিটওয়্যার, এটলাস গ্রিনপ্যাক, এমারেল্ড স্পেশালাইজড কোল্ড স্টোরেজ, শাহনেওয়াজ জুট মিলস, মার লিমিটেড, ড্রেস মি ফ্যাশন, ইলিয়াছ ব্রাদার্স পয় ম্যানুফ্যাকচারিং প্লান্ট, শাহিল ফ্যাশনস, ফস্টার রিয়েল এস্টেট, ইমাম ট্রেডার্স, স্মাহ লিমিটেড, গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার, ফিয়াজ এন্টারপ্রাইজ, এম নূর সোয়েটার্স, খান সন্স টেক্সটাইল, জুমা এন্টারপ্রাইজ, এন এইচ কে ফেব্রিকস অ্যান্ড টেক্সটাইল, গ্রান্ডুয়ার শিপিং লাইনস, এস রিসোর্সেস স্পিনিং লাইন, নর্থপোল বিডি, অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস, ইউরোকারস হোল্ডিং, এসএফজি শিপিং লাইন, সোলারেন ফাউন্ডেশন, এটলাস ফুড অ্যান্ড বেভারেজ, এমএএফ নিউজপ্রিন্ট মিলস, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইনফরমেশন সলিউশন, বিশ্বাস টেক্সটাইল, গ্লোব ইনসেকটিডেজ, এশিয়ান ফুড ট্রেডিং, সারিজা অয়েল রিফাইনারি, ইউসান নিট বাংলাদেশ, ব্রাদার্স এন্টারপ্রাইজ, নাবিল টেক্সটাইল মিলস, ঢাকা ডেনিম, এম আর শিপিং লাইন, এমএমএসবি টেক্সটাইল, বিলট্রেড ইঞ্জিনিয়ারিং, কবির এন্টারপ্রাইজ, দেশ জুয়েলার্স, লৌহজং ট্রেড ইন্টারন্যাশনাল, বাঁধন ফুড, ইনফ্রাটেক কনস্ট্রাকশন, প্রীতি সোয়েটার্স, ওয়েলপ্যাক পলিমারস, ঐশী ইন্টারন্যাশনাল, ফস্টার ট্রেডিং, সুরমা স্টিল অ্যান্ড স্টিল ট্রেডিং, ইব্রাহিম কম্পোজিট টেক্সটাইল, নর্থ সাউথ স্পিনিং, ইউসান নিট কম্পোজিট, এহসান স্টিল রি-রোলিং, ঢাকা অ্যালুমিনিয়াম, শাহাদাৎ এন্টারপ্রাইজ, এম কে ট্রেড ইন্টারন্যাশনাল, হলমার্ক স্পিনিং মিলস, অ্যাজাক জুট মিলস, শাহেদ শিপব্রেকিং, রুম্মান অ্যান্ড ব্রাদার্স, রোজবার্গ রাইস মিলস, এএসটি বেভারেজ, মিনটেক্স ফ্যাশনস, রংপুর জুট মিলস, রোজবার্গ ইন্ডাস্ট্রিজ, সিপিএম কম্পোজিট নিট, হানজালা টেক্সটাইল পার্ক, ইস্টার্ন করপোরেশন, ফিনকোলি অ্যাপারেলস, জয়েন্ট ট্রেডার্স, ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ, ইকো ব্রিক, তালুকদার প্লাস্টিক, বিএনএস ইন্টারন্যাশনাল, অ্যাপোলো ইস্পাত, টেকো প্লাস্ট, ওশিন স্পিনিং মিলস, ক্ল্যাসিক সাপ্লাইজ (ইউনিট-২), সৈয়দ ট্রেডার্স, উইস্টেরিয়া টেক্সটাইল, নোবেল কটন স্পিনিং মিলস ও আলী এন্টারপ্রাইজ।