আশাশুনি

সাতক্ষীরার সার্বিক উন্নয়নে আগাম‌িকাল সংসদে বক্তব্য রাখবেন ডা. রুহুুল হক এমপি

By Daily Satkhira

June 25, 2019

তোষিকে কাইফু: আগামীকাল বুধবার, (আনুমানিক) মাগরিবের নামাজের বিরতির পর প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় মহান জাতীয় সংসদে দেশের স্বাস্থ্যখাত,বিজ্ঞান ও প্রযুক্তির খাতে অগ্রগতি এবং সাতক্ষীরার সার্বিক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুুল হক এমপি।

একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের সরকারের প্রথম এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে।

সংসদে উত্থাপিত প্রস্তাবনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এবারের বাজেটের আকার হয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকারও বেশী। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। দেশের উন্নয়নে ও কল্যাণে এ বাজেট অগ্রণী ভূমিকা রাখবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সাতক্ষীরাবাসীকে অনুষ্ঠানটি দেখার জন্য আহবান জানানো হয়েছে।