নিজস্ব প্রতিনিধি ঃ ‘শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনার থেকে ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দকৃত ২ হাজার ৩’শ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়।