খেলার খবর: বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে সবশেষ ছয় ম্যাচ খেলে দুই সেঞ্চুরি আর তিন ফিফটির সাহায্যে ৪৭৬ রান করার পাশাপাশি বল হাতে ১০ উইকেট শিকার করেছেন সাকিব।
বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে যাওয়া সাকিব আল হাসানের পারফরম্যান্সে মুগ্ধ বিশ্বকাপের আয়োজক সংস্থা আইসিসি।
সোমবার রাতে সাকিব আল হাসানের প্রশংসা করে ক্রিকেট ওয়াল্ড কাপের ভেরিফায়েড অফিসিয়াল টুইটার পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে সাকিবের পারফরম্যান্স তুলে ধরা হয়।
সাকিবকে নিয়ে আইসিসির টুইটের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়। সাকিব এবং টাইগার ভক্তদের ৭৮৮ জন রিটুইট করেছেন। ৬ হাজার ২৮৪ জন লাইক দিয়েছেন।
তানভির খান নামে একজন লেখেন, সাকিব হলো ক্রিকেটের সুপারম্যান।
মোরসালিন নামে একজন লেখেন, সাকিব হলো সুপারম্যান। সে দুর্দান্ত খেলে যাচ্ছে।
নাসিব কামাল নিরব নামে একজন লেখেন, খেলবে টাইগার জিতবে টাইগার। আর দেখবে পুরো বিশ্ব।
রাকিব হাসান নামে একজন লেখেন, সাকিব আল হাসান বাংলাদেশের লিজেন্ড। আমান নামে এক ভক্ত লেখেন, সাকিব আল হাসানের কারণে আমরা গর্বিত।