নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলা সদরে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি অন্যর ক্রয়কৃত সম্পত্তির দখল করে তার উপর পাকা ঘর নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর কল্লোলের প্রত্যক্ষ নেতৃত্বে উক্ত ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। পুলিশের হস্তক্ষেপে উক্ত ঘর নির্মাণ সাময়িক বন্ধ করলেও ফের তারা পায়তারা চালাচ্ছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উর্র্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মাসুদুর রহমান সুমন। তালা উপজেলার বারুইহাটি গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক মোঃ সবুর উদ্দীন মোড়লের পুত্র মাসুদুর রহমান সুমন জানান, তাঁর পিতা বেঁচে থাকা কালীন জহর আলী সরদারের স্ত্রী বড় খুকীর কাছ থেকে ১৪/১২/১৯৯৩ ইং তারিখে তালা মৌজায় ৩১ শতক জমি ক্রয় করে। যার ডিপি খতিয়ান ৪৪২, হালদাগ ২৫১৫। এরমধ্যে ৮ শতাংশ জমি একই এলাকার মৃতঃ মজিদ শেখের পুত্র মোহাম্মদ আলী শেখ ৭/৮ মাস আগে উক্ত জমি তার দাবী করে তা দখল করে সেখানে পাকা ঘর নির্মাণের জন্য ভিট তৈরি করে। এ সময় থানায় অভিযোগ করলে থানার প্রাক্তন অফিসার ইনচার্জ মোঃ ছগির মিঞা ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেক কাগজপত্র দেখাশুনা করে ঘর বন্ধের নির্দেশ প্রদান করেন। সেই থেকেই ঘর নির্মাণের কাজ বন্ধ থাকে। গত ০৫ মার্চ (রোববার) সকালে মোহাম্মদ আলী ফের উক্ত জায়গায় ঘর নির্মাণ শুরু করে। স্থানীয় ইউপি সদস্য মীর সামচ্ছুজোহা আকবর কল্লোল সরাসরি দাঁড়িয়ে থেকে উক্ত ঘর নির্মাণ করাচ্ছিলেন। এ ঘটনা তাৎক্ষনিকভাবে তালা থানায় লিখিত অভিযোগ করলে তালা থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুরুল হাসান মাসুদ ঘটনাস্থলে গিয়ে উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেন। বর্তমানে তারা ফের উক্ত ঘর নির্মাণের পায়তারা চালাচ্ছে। এক্ষণে ভুক্তভোগি সুমন ও তার পরিবার উক্ত ঘটনার সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা থানার ওসিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।