কালিগঞ্জ

সাতক্ষীরার জুঁই মীরপুর গার্লস স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম

By Daily Satkhira

March 09, 2017

প্রেস বিজ্ঞপ্তি : মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাতক্ষীরার কৃতি সন্তান সাবরিনা আফসানা জুঁই ১ম স্থান অধিকার করেছেন। জুঁই সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের মো.আব্দুল হাকিমের কন্যা। গত ৭ মার্চ মঙ্গলবার মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে একক নৃত্য প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চ্যানেল আইয়ের সেরা নাচ প্রতিযোগতিার বিচারক দেশবরেণ্য নৃত্যশিল্পী মুনমুন আহমেদের হাত থেকে বিজয়ীর সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। সাবরিনা আফসানা জুঁই সর্বপ্রথম সাতক্ষীরা বর্ণমালা একাডেমির নৃত্য প্রশিক্ষক নাহিদা পারভিন পান্নার কাছ থেকে হাতে খড়ি শুরু নেয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা ছিনিয়ে এনেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য সে সকলের নিকট দোয়া চেয়েছেন।