সাতক্ষীরা

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অগ্রগতি অবহিতকরণ সভা

By daily satkhira

June 27, 2019

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অগ্রগতি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণার মিলনায়তনে ‘গুড কজ ক্যাম্পেইন’ (জিসিসি) প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। প্রধান অতিথি বলেন, আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ। আগামি দিনে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এজন্য শিশুরা যাতে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম ও অপরাধ মূলক কাজে জড়িয়ে না পড়ে সেজন্য লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি সুন্দর মন ও সুষ্ঠ পরিকল্পনারর মাধ্যমে শিশু বান্ধব পরিবেশ গঠনে সকলকে আরো বেশি আন্তরিক হওয়ার আহবান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার ঝুমুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহল আমিন, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আছাদুজ্জামান অছলে, কুশখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের বিদায়ী প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুর রহমান, স্থলাভিষিক্ত সমন্বয়কারী মো. সুজাউদ্দীন, মিল এন্ড ডকুমেন্টেশন অফিসার মো. মুস্তাক মাহমুদ, প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হক পাটোয়ারি, এসপিএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান টিটু প্রমুখ।

শিশু সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে অনিরাপদ স্থানান্তর প্রতিরোধে প্রকল্পটি ২০১৭ সাল থেকে সদরের কুশখালী, ঝাউডাঙ্গা, বৈকারী, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। অবহিতকরণ সভায় এসব কর্মএলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সচিব, শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।