নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুটি উপজেলার চারটি ইউনিয়নে মোট ৪৭জন প্রতিবন্ধীর মাঝে এ সহায়ক উপকরণ প্রদান করা হয়। ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারিত্বে বাস্তবায়নাধীন এবং ডিপার্টমেন্ট অব ফরইগেন এফেয়ার এন্ড ট্রেড (ডিএফএটি) অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত সমতা প্রকল্পের পক্ষ থেকে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাশীষ সরদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন্নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান, আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বাসুদেব সানা, ফিংড়ী ইউপির চেয়ারম্যান সামছুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, ডিআরআরএ এর জেলা ম্যানেজার আবুল হোসেন প্রমুখ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও মেজারমেন্টের মাধ্যমে অনুষ্ঠানে (৮টি হেয়ারিং ডিভাইস,কর্নার চেয়ার ৮টি,হুইল চেয়ার ১১ টি,ট্রাই সাইকেল ১টি এমফও ১টি,কেএএফও-১টি,স্পেশাল হুইল চেয়ার-১টা, ফোর পয়েন্ট স্টিক-৪টি,ক্রেস ১টি,স্টান্ডিং ফ্রেম ১টি ও দৃষ্টি প্রতিবন্ধীদের চশমা-২টি,ওয়াকার-৮টি)মোট ৪৭টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, অন্য জেলার তুলনায় সাতক্ষীরা জেলায় প্রতিবন্ধী মানুষের সংখ্যা বেশী। এই প্রতিবন্ধিতার হার কেন বেশী সে বিষয়ে গবেষনা প্রয়োজন। তিনি আরো বলেন প্রতিবন্ধীতা কোন পাপের ফল বা অভিশাপ নয় এদের সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধীতা রোধ করা যায়, আজকের এই ডিআরআরএ সংগঠন প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরন প্রদান করে তাদের পাশে দাড়িয়েছে এ জন্য ডিআরআরএ কে আন্তরিক ধন্যবাদ জানান এবং অন্য সকল সংগঠনের ও এ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় এগিয়ে আসার আহবান জনান।