তালা

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবিতে সাতক্ষীরা ও তালায় স্মারকলিপি প্রদান

By Daily Satkhira

March 09, 2017

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন লিয়াঁেজা কমিটির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সজলের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও লিয়াজো কমিটির আহবায়ক মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক ও সদস্য সচিব বিএম শামছুল হক, সহ-সভাপতি আব্দুল জব্বার, মিজানুর রহমান, আব্দুল হক, আমিনুর রহমান, সহ-সম্পাদক ঈদুজ্জামান ইদ্রীস, আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল, আবুল কাশেম, জেলা সম্পাদক মোঃ শফিউদ্দীন, প্রধান শিক্ষক আব্দুল রকিব, আজাহারুল হক, শাহজাহান আলী, সহকারী শিক্ষক নাজমুজ শাহাদাত পলাশ, আশরাফুল হকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ। নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, বর্তমান বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারাবহিকতা অব্যহত রয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা চাকরির নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। শুধু শিক্ষকরা নয় শিক্ষার্থীরাও বৈষম্যের শিকার হচ্ছে। সরকারি স্কুলের একজন শিক্ষার্থীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ৬৭৯৮ টাকা আর বেসকারি স্কুলের একজন শিক্ষার্থীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ১৯৪৮ টাকা। স্বাধীন সার্বভৌম দেশে মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনেই সরকার থেকে বৈষম্যের শিকার হচ্ছে। এটি একজন শিক্ষার্থীর জন্য খুবই বেদনাদায়ক। সরকারি-বেসরকারি সকল পর্যায়ের চাকরিজীবীদের কমবেশি বার্ষিক প্রবৃদ্ধি থাকলেও এমপিও-ভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো বার্ষিক প্রবৃদ্ধি নেই। একবার শিক্ষকতায় প্রবেশ করলে অবসর গ্রহন পর্যন্ত ঐ একই পদে কর্মরত থাকতে হয়। পদোন্নতির সুযোগ নেই। বেসরকারি কলেজের অধ্যক্ষ সরকারি কলেজের অধ্যক্ষের

বেতন স্কেলে এমপিও পেলেও বেসকারি স্কুরের প্রধান শিক্ষক সরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেলে এমপিও পান না। এ বৈষম্যমুলক অবস্থায় কর্মরতদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের তথা ক্ষুধা- দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের নাগরিকদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মানব সম্পদে পরিণত করার জন্য আগামী অর্থ বছরের মধ্যে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবি জানান নেতৃবৃন্দ। তালা প্রতিনিধি : বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা জাতীয়করণের দাবিতে সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তালা উপজেলার মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটি পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর পূর্বে তালা ডাক-বাংলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়করণ লেয়াজোঁ কমিটির তালা উপজেলা শাখা আহবায়ক আনন্দ মোহন হলদার, সদস্য সচিব মুকুন্দ কুমার রায়, শিক্ষক মতিয়ার রহমান, জাহাঙ্গীর হাসান, জুলফিকার আলী, আবু তালেব, হাফিজুর রহমান,  নিছার আলী, রতœা রানী চন্দ্র, শ্যামল চৌধুরী, আলমগীর হোসেন, মালি মোসলেম উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করেন, সারা দেশে প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারী মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থীর মধ্যে ৯৭ ভাগ পাঠদানে নিয়োজিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা চাকরির নিরাপত্তা মর্যাদা ও অর্থনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার হচ্ছি।