আমিনুর রশিদ সুজন : আলিপুর ইউনিয়নের সকল গ্রামবাসীকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। মনে রাখতে হবে বাল্য বিবাহ একটি মেয়েকে সুন্দর জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। আপনারা তাদেরকে লেখাপড়া করান। লেখাপড়া তাদের উজ্বল ভবিষ্যতকে নিশ্চিত করবে। এছাড়াও আপনাদেরকে মাদক থেকে বিরত থাকতে হবে। কারণ মাদক একটি জাতি, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয় এমনকি দেশের উন্নয়নকে বিঘিœত ঘটায়। বৃহস্পতিবার বিকাল ৪ টায় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে হত দরিদ্রদের মাঝে সুলভ মূল্যে কার্ডের মাধ্যমে চাউল বিতরন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তবে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূর হোসেন সজল এর সভাপতিত্বে সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমানে সার্বিক সহযোগিতায় ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে এবং আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুজিত কুমার মুখার্জি, আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট, আলিপুর ইউনিয়ন আ’লীগ এর সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আলিপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও ইমরুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতাউর রহমান, আশরাফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, আবুল কাশেম ও পুলিশিং ফোরাম এর ওয়ার্ড সভাপতি বদিউজ্জামান বাবলু প্রমুখ। উল্লেখ্য সপ্তায় ৩দিনের ব্যবধানে ১০টাকা কেজি হারে জন প্রতি ৩০ কেজি চাউলের বস্তা বিতরণ করা হবে।