ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলায় ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে কর্মী নিয়োগ চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে। জেলায় নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবলদের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
গত ২২ জুন থেকে প্রাথমিক বাচাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কার্যক্রম শুরু হয়। প্রাথমিক যাচাই বাচাই শেষে ৭৯৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উর্ত্তীণ ২৪০ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই বাচাই শেষে ৭২জনকে চূড়ান্তভাবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে পুরুষ সাধারণ কোটায় ৪৬জন, মুক্তিযোদ্ধা কোটায় ০৮জন, পোষ্য কোটায় ৩জন, আনসার কোটায় ১জন, এতিম কোটা ১জনসহ মোট ৫৯জন পুরুষ, এবং নারী সাধারণ কোটায় ১০জন, মুক্তি কোটায় ২জন, পোষ্য কোটায় ১জনসহ মোট ১৩জন সদস্য তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়। চূড়ান্তভাবে নির্বাচিত ৭২ জন নতুন চাকরিপ্রাপ্ত সদস্যকে পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান (বিপিএম) ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে অনুরোধ করেন।