সাতক্ষীরা

নূর চৌধুরীকে ফেরত আনার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

June 29, 2019

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী নূর চৌধুরী বর্তমানে কানাডায় অবস্থান করছেন। নয় বছর আগে থেকে বাংলাদেশ সরকার আইনি লড়ায়ের মাধ্যমে নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করলেও কানাডা সরকার এখনো তাকে ফেরত দেয়নি। কানাডা সরকারেরপ্রতি আহবান জানিয়ে বক্তারা আরো বলেন, আপনারা নূর চৌধুরীকে ফেরত দেওয়ার মধ্যদিয়ে একটি নৃ:শংস হত্যাকান্ডের ন্যায় বিচারে সহযোগিতা করুন। অবিলম্বে নূর চৌধুরীকে ফেরত দিতে হবে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড.অনিত মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি এড.আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশিক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি লাইলা পারভিন সেঁজুথি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণ নাথ দাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সঙ্গীত শিল্পী চৈতালী মুখার্জী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মুখার্জী, প্রচার সম্পাদক মিলন কুমার বিশ্বাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশন তালা উপজেলা শাখার সভাপতি কণ্ঠশিল্পী ইন্দ্রজিৎ সাধু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সদস্য মকবুল হোসেন। ##