কালিগঞ্জ

নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে দলকে সু-সংগঠিত করতে হবে–এমপি জগলুল হায়দার

By Daily Satkhira

March 10, 2017

কালিগঞ্জ ব্যুরো : এমপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এলাকার উন্নয়নে আপনাদেরই কল্যাণে কাজ করে যাচ্ছি। আওয়ামী পরিবারের প্রত্যেক নেতাকর্মীদের সুবিধা অ-সুবিধার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। আমার নির্বাচনী এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, প্রত্যান্ত অঞ্চলের অবহেলিত জনপদে বিদুৎতায়িত, ব্রীজ, কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থায় অর্ভূতপূর্বক উন্নয়ন ঘটিয়েছি। বিগত বছরে আমার নির্বাচনী এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যায় ব্যাক্ত করে তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার টিকে থাকলে আপনার আমার অস্তিত্ব টিকে থাকবে। এজন্য তৃণমুল পর্যায়ের সকল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে ২০১৯ সালের সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে কাজ করার আহবান জানান। তৃণমুল পর্যায় থেকে আগামি জাতীয় সংসদ নির্বাচনে এসএম জগলুল হায়দারকে সংসদ সদস্য হিসাবে পূনরায় নির্বাচিত করার সমার্থন কামনা করেন। বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী এলাকার অংশিক ৮ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় কালে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার এমপি এ কথা গুলো বলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জিএম মহাতাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, রতনপুর ইউনিয়ন আ‘লীগ সভাপতি ও রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়ীয়া ইউনিয়ন আ‘লীগ সভাপতি সজল মুখার্জী, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আ‘লীগ সভাপতি গোবিন্দ মন্ডল, বিষ্ণপুর ইউনিয়ন আ‘লীগ সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরাঞ্জন কুমার পাল বাচ্চু, মৌতলা ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুশুলিয়া ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কৃষ্ণনগর আ‘লীগের সাধারণ সম্পাদক, নুর আহম্মেদ সুরুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় তৃনমুল পর্যায়ে দলকে সু-সংহত করার লক্ষে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীগ সভাপতি পুলক কুমার দাশ, মহাব্বত আলী, গোলাম আয়ুব জুলু, বিকাশ চন্দ্র, সাধারণ ফারুক হোসেন, সঞ্জিত সরকার, হিমাংশু মন্ডল, আব্দুস সামাদ, রফিকুল ইসলাম প্রমুখ।