আজকের সেরা

দুবাইতে কুড়িয়ে পাওয়া ১৫ কেজি স্বর্ণ ফেরত দিলেন বাংলাদেশি

By Daily Satkhira

June 30, 2019

ভিন্ন স্বাদের খবর: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরও একবার বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর সততায় মুগ্ধ স্থানীয় প্রশাসন। এবার কুড়িয়ে পাওয়া ১৫ কেজি ওজনের স্বর্ণ ফেরত দিয়ে সততার নজির গড়লেন দুবাইপ্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল। শনিবার এ জন্য দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুশি হয়ে তাকে সম্মাননাস্বরূপ প্রশংসাপত্র প্রদান করে।

জানা গেছে, প্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল দুবাইয়ের আল সাবখা পার্কিং এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্প্রতি নিজের কর্মস্থলে একটি ব্যাগভর্তি ১৫ কেজি ওজনের স্বর্ণ কুড়িয়ে পান তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকার বেশি। বিষয়টি তিনি দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে জানান এবং ওই স্বর্ণভর্তি ব্যাগ আরটিএর অধিদপ্তরে জমা দেন।

আরটিএর মহাপরিচালক ও নির্বাহী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাতর আল তায়ের এক টুইটের মাধ্যমে বলেন, তাহের আলী মকবুল সততার দৃষ্টান্ত তৈরি করেছেন।