জাতীয়

এরশাদের অবস্থার অবনতি, ফুসফুসে সংক্রমণ

By Daily Satkhira

June 30, 2019

দেশের খবর: সকাল থেকে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর আগে শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল। কিন্তু সকাল থেকে অবস্থার অবনতি হয়। ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেয়া হয়।

রোববার জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব জানান। তিনি জানান, ওষুধ পরিবর্তন করে তার ইনফেকশন বন্ধের চিকিৎসা চলছে। জি এম কাদের বলেন, ‘সকালের পর অবস্থার অবনতি হয়নি। এমন চলতে থাকলে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকরা ধারণা করছেন।’

দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পরিবার প্রস্তুত জানিয়ে জি এম কাদের বলেন, ‘এ মুহূর্তে সিএমএইচে চিকিৎসায় আমাদের আস্থা আছে।’

সর্বশেষ গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এরশাদ। সেখান থেকে ফেরেন গত ৪ ফেব্রুয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সে দেশে যান এরশাদ। ভোটের মাত্র তিনদিন আগে ২৬ ডিসেম্বর ফেরেন তিনি।