কলারোয়া

কলারোয়ায় যুবলীগ সভাপতি কে কুপিয়ে জখম;আটক ১

By daily satkhira

June 30, 2019

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইচ চেয়ারম্যান কার্যালয়ে হেলাতলা ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইমলামকে কুপিয়ে জখম করেছে একাধিক মামলার আসামী সন্ত্রাসী বাদল সরদার। রোববার (৩০ ই জুন ১৯) সকালে উপজেলা চত্বরে এমপি এ্যাড মুস্তফা লুৎফুল্লাহর সাথে যুবলীগ নেতা সাইফুল কথা বলছিলেন। সেখান থেকে ভাইস চেয়ারম্যান কার্যালয়ের ডেকে ভিতরে নিয়ে বাদলের হাতা থাকা দেশিয় অস্ত্র দিয়ে সাইফুলকে এ্যালোপাতারী কোপাতে শুরু করেন। আহত সাইফুলের বাম হাত ও পিঠে কোপ মেরে জখম করা হয়। থানা অফিসার ইনচার্জ মনীর-উল-গীয়স বলেন, সংস্লিষ্ট ঘটনার খবর পাওয়া মাত্রই থানা পুলিশ তৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে একাধিক মামলার আসামি স্থানিয় পরানপুর গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে বাদল সরদারকে (৩৪)কে গ্রেফতার করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।