সাতক্ষীরা

খুড়িয়ে খুড়িয়ে চলছে ধুলিহরের সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়

By daily satkhira

June 30, 2019

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ৪৫ নং সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অবহেলার কারণে স্কুলটি চলছে খুড়িয়ে খুড়িয়ে। দেখার কেউ নাই। জানা যায়, সুকদেবপুর স্কুলের শিক্ষক সংখ্যা ৮ জন কিন্তু উপস্থিতি শিক্ষার্থী ৯ জন। প্রাক, ১ম শ্রেণি ও ৩য় শ্রেণির মোট ৯জন শিক্ষার্থী নিয়ে একটা রুমে ক্লাস হচ্ছে। দুপুর ১টার সময় স্কুলে ৫ম ও ৪র্থ শ্রেণির কোন শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত ঢালী জানান, আমার শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন ? আমি আমার জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে ম্যানেজ করে চলি। শিক্ষার্থীর উপস্থিতি কম কেন প্রশ্নের জবাবে অন্য শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক চলে তার নিজের স্বেচ্ছাচারিতার ও মন গড়া নিয়মের উপর। স্কুলে কোন অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, মাসিক মিটিং ও হোম ভিজিটিংয়ের মত গুরুত্বপূর্ণ কোন কার্যক্রম হয় না। এই ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি ঠাকুর দাশ জানান, প্রধান শিক্ষক আমাদের ম্যানেজিং কমিটির কোন সদস্যদের কথা কর্ণপাত করেন না। তিনি চলেন নিজের ইচ্ছামত। তিনি কোমলমতি শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেন। সরকারের নিষেধ অমান্য করে তাদেরকে বেত্রাঘাত করেন। যেটা শুধু অপরাধ না দ-নীয় অপরাধ। এইভাবে চলতে থাকলে অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীরা তারা তাদের শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়বে। ঝরে যাবে শিক্ষা জীবন থেকে। তাই অত্র এলাকার অভিভাবকবৃন্দ, সচেতন মহলসহ সকল শ্রেণি পেশার মানুষ জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।