সাতক্ষীরা

দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে-জেলা প্রশাসক এ. কে. এম মহিউদ্দিন

By Daily Satkhira

March 10, 2017

নিজস্ব প্রতিবেদক : ‘ দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকশই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৭ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, দুর্যোগ প্রস্তুতি বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দুর্যোগ দু’ধরনের প্রাকৃতিক ও মানব সৃষ্ট। দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী বাস্তব কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। সাতক্ষীরা জেলা একটি দুর্যোগ প্রবণ জেলা। তাই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তাহলে দুর্যোগ মোকাবেলা করা সহজ হবে। দিবসে আলোচনা সভা, মহড়া ও সভা- সেমিনার করলেই হবে না। সম্মিলিতভাবে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে’। সাতক্ষীরা পৌরসভা, ওয়ার্ল্ড ভিশন, আশ্রয় ফাউন্ডেশন, বিশ্ব খাদ্য কর্মসূচি, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, সুশীলন, মুসলীম এইড, উত্তরণ, অগ্রগতি সংস্থা, কেয়ার বাংলাদেশ, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা মটর শ্রমিক ইউনিয়ন, সলিডারিটিজ ইন্টারন্যাশনাল সহযোগিতায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসানা কাওসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, ডব্লু এফপি’র প্রোগ্রাম অফিসার জেসমিন নাহার। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ মামুন, এনডিসি মো. আবু সাঈদ, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা সেক্রেটারী শেখ নুরুল হক, জেলা স্কাউটস্ সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিস, সুশীলন এনজিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামানসহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন এনজিও সংস্থার  নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৭ উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন।