খেলা

টাইগাররা পাকিস্তানকে কাঁদাতে পারে: আফ্রিদি

By Daily Satkhira

June 30, 2019

খেলার খবর: স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সামনে থাকা কঠিন দুটি ধাপ পার করতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। শুক্রবার (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে দুরন্ত ফর্মে থাকা টাইগাররা।

বিশ্বকাপে সেমিফাইনালে উঠার জন্য দুদলের কাছে ম্যাচটি খবই গুরুত্বপূর্ণ। তাই তো বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সতর্ক করলেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।

সেই সঙ্গে মাশরাফি-সাকিবদের হাল্কাভাবে নিতেও নিষেধ করেছেন সাবেক এই তারকা। বাংলাদেশ যে তাঁদের ভোগাতে পারে, সে ব্যাপারে আগেভাগেই সাবধান করে দিয়েছেন সরফরাজদের।

পাকিস্তানি সংবাদমাধ্যম আরি নিউজের খবর অনুসারে, লর্ডসে ম্যাচের আগে শহীদ আফ্রিদি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তাই তাদের হাল্কাভাবে নেওয়ার সুযোগ নেই। বরং এই ম্যাচে তারা পাকিস্তানকে ভোগাতে পারে।’

পাকিস্তানের পরের ম্যাচের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান সাবেক এই অলরাউন্ডারের। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে সরফরাজ-ইমাদ ওয়াসিমরা।

আফ্রিদি বলেন, ‘খেলোয়াড়দের উচিত নিজেদের খেলার দিকে দৃষ্টি দেওয়া। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যায়। এই জন্য তাদের উচিত ইতিবাচক ক্রিকেট খেলা এবং নিজেদের শক্তিমত্তা দেখানো।’