শ্যামনগর

বন বিভাগের অভিযানে বিলুপ্তপ্রায় সজারু উদ্ধার

By daily satkhira

July 01, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শ্যামনগর টেংরাখালি বন অফিসের সদস্যরা লুপ্তপ্রায় বন্য প্রাণী সজারু উদ্ধার করেছে। সোমবার (১ জুলাই) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে সুন্দরবন সংলগ্ন আব্দুল আলীম গাজীর বাড়ির সামনে রাস্তার উপর থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত সজারুটিকে উদ্ধার করে টেংরাখালি বন অফিসের ইনচার্জ (ওসি) বোরহান খানের নেতৃত্বে সদস্যরা। সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) জিএম রফিক আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতের আধারে সজারুটি চুনকুড়ি নদী পেরিয়ে লোকালয়ে মাছের ঘেরে আশ্রায় নেয়। সকালে স্থানীয় জনগণ দেখতে পেয়ে সজারুটিকে তাড়া করে। এক পর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হয় সজারুটি। খবর পেয়ে বন অফিসের সদস্যরা ঘটনাস্থল থেকে সজারুটি উদ্ধার করে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালে চিকিৎসা করায়। বনের শ্বাসমুল, লতাপাতা, মাছ ও কাঁকড়া খেয়ে এরা জীবন ধারন করে। সুস্থ্য হলে সজারুটি সুন্দরবনে অবমুক্ত করা হবে এসিএফ জানান।