সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

By daily satkhira

July 02, 2019

আসাদুজ্জামান ঃ রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে ৪৮ ঘন্টা কর্মবিরতির দ্বিতীয় দিনে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির আহবানে ও সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মীর আজিজুর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পৌরসভার প্রধান সহকারি প্রশান্ত ব্যাণার্জী, পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, হিসাব রক্ষক আক্তার হোসেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ। বক্তারা এ সময় রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের জোর দাবী জানান।