আন্তর্জাতিক

শেষ পর্যন্ত পদত্যাগই করলেন রাহুল গান্ধী

By Daily Satkhira

July 03, 2019

বিদেশের খবর: বহু চেষ্টা করেও রাহুল গান্ধির সিদ্ধান্ত বদলাতে পারেনি কংগ্রেস। ভারতের শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তিনি। বুধবার রাহুল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলেন, আর দেরি নয় আসছে এক সপ্তাহের মধ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। খবর এনডিটিভির।

‘আমি ইতোমধ্যে আমার পদত্যাগপত্র দিয়ে দিয়েছি এবং দলের সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্বে থাকছি না’ বলে জানিয়ে তিনি খুব তাড়াতাড়ি একটি বৈঠক ডেকে নতুন সভাপতি কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন। গত লোকসভা নির্বাচনে গোটা দেশেই অত্যন্ত খারাপ ফল করে কংগ্রেস। রাহুল গান্ধি নিজেও বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে ভোটে হেরে যান। যদিও কেরালার ওয়ানাড কেন্দ্র থেকে জিতে কিছুটা হলেও মুখ রক্ষা করেন সোনিয়া গান্ধী পুত্র। এরপরেই রাহুল অসন্তোষ প্রকাশ করে বলেন কংগ্রেসের এই হারের দায় কোনো নেতাই নিতে আগ্রহী নন। তাই তিনিই কংগ্রেসের খারাপ ফলের দায় নিয়ে গত ২৫ মে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেন।