আশাশুনি

বুধহাটায় চিংড়ীতে অপদ্রব্য পুশ॥ ভ্রাম্যমান আদালতে জরিমানা

By daily satkhira

July 03, 2019

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটিতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচারলনা করে এক চিংড়ী ব্যবসায়ীকে জরিমানা ও অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় নৈকাটি গ্রামের আব্দুস সামাদ মোড়লের পুত্র মিঠু মোড়লকে আটক করেন আশাশুনি থানার এএসআই দিবাশিষ মন্ডল। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানার পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। এসময় তিনি বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন ১৯৮৩ এর ৪(৪) ধারা মোতাবেক মিঠু মোড়লকে ১০,০০০ টাকা জরিমানা করেন এবং পুশকৃত বাগদা চিংড়ী গুলো গাড়ির চাকার তলায় ফেলে বিনষ্ট করেন। পরে বুধহাটা বাজারের রোগ মুক্তি দেবি ফার্মাসীতে নির্ধারিত মুল্যের থেকে বেশি দামে ঔষধ বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কিন্তু সেখানে অভিযোগের সত্যতার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।