সাতক্ষীরা

সাতক্ষীরায় ৮৪ কোটি টাকা ব্যায়ে বাইপাস সড়কের কাজ উদ্বোধন

By Daily Satkhira

March 10, 2017

সাতক্ষীরা প্রতিনিধি : অবশেষে সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাইপাস সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের সাতক্ষীরা জেলার নির্বাহী প্রকৌশলী মঞ্জরুল করিম,  এসডিইও গিয়াস উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহারউদ্দিন এন্টারপ্রাইজ (খুলনা) প্রা: লি: এর স্বত্বাধিকারী হুমায়ন কবির খোকন, যশোরের ঠিকাদার বাবু পাটোয়ারী, খুলনার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান মাসুদ প্রমূখ। ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহারউদ্দিন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হুমায়ন কবির খোকন জানান, ৮৪ কোটি টাকা ব্যায়ে দীর্ঘ ১২.০৫ কিলোমিটারের এ বাইপাস সড়ক দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। তবে, সাতক্ষীরার সচেতন মহল জানান, এ বাইপাস সড়ক নির্মান হলে সাতক্ষীরা শহরের যানযট নিরসন হবে।