সাতক্ষীরা

সাতক্ষীরায় ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে বিষয়ক মতবিনিময় সভা

By Daily Satkhira

July 06, 2019

আসাদুজ্জামান: সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা বিষয়ক এক মতবিনিময় সভা ও কুঁচিয়া চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরায়। শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের ফিংড়ী ইউনিয়নের গাভা কৈখালী এলাকায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সগ-সভাপতি মো. আবুল খায়ের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদুল হক, সদর উপজেলা সমবায় অফিসার মো. তৈয়েবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভা শেষে প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিীত) ২০১৯-২০ অর্থবছরের কর্মসূচীর আওতায় ক্ষুদ্র-নৃগোষ্টিভূক্ত সাতক্ষীরা সদর উপজেলার ০৪টি সমিতির আয়বর্ধন মূলক কুঁচিয়া চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্ষুদ্র-নৃগোষ্টির হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।