কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ ভাবে বালি উত্তলন করার অপরাধে এক বালি ব্যাসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামম্যাণ আদালত। রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। কলারোয়া উপজেলার বুঝতলা বাজার সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে বালি উত্তলন করে এলাকার পরিবেশ,কৃষি জমি ও বাড়ী ঘর ভাঙ্গনে আশংকায় এলাকাবাসীর দেয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বালি ব্যবসায়ী আল কাইম ও হাসানুজ্জামান হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার এএসআই মিজান ও এ্যসিল্যান্ট অফিসের নাজির কামরুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জানান-বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০এর অধিনের এ জরিমানা করা হয়।