জাতীয়

আজ বিকেলে চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

By Daily Satkhira

July 08, 2019

দেশের খবর: সদ্যসমাপ্ত চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হবে।

চীন সফর বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ডাকা হলেও বরাবরের মতো এবারও সেখানে সমসাময়িক রাজনীতি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে, এসব বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেবেন শেখ হাসিনা।

পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে গত ১ জুলাই চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ জুলাই ডালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি, ৪ জুলাই চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা। বৈঠক শেষে দু’দেশ পাঁচটি চুক্তি, তিনটি সমঝোতা ও একটি লেটার অব এক্সচেঞ্জে সই করে।

৫ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ও তার দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী। সফর শেষে গত শনিবার দুপুরে দেশে ফেরেন তিনি।