শিক্ষা

উপাচার্যের আশ্বাসে ঢাবির ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

By Daily Satkhira

July 08, 2019

শিক্ষা সংবাদ: উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের আশ্বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন।

সোমবার বেলা ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন ঢাবি উপাচার্য। এর আগে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা ৷ একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে আন্দোলনকারীদের উপাচার্যের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। পরে তাদের প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে গিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় ৷ এ সময় উপাচার্য তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে তারা আন্দোলন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো: ১. ফলাফল প্রকাশের ৯০ দিনের মধ্যে সব বিভাগের ত্রুটিমুক্ত ফল প্রকাশ করা। ২. অনার্স, মাস্টার্স, ডিগ্রির সব বর্ষের ফলাফলে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন করতে হবে। ৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ। ৪. সিলেবাস অনুযায়ী মানসম্মত প্রশ্নপত্র প্রণয়নসহ উত্তরপত্র মূল্যায়ন সম্পূর্ণরূপে সাত কলেজের শিক্ষকের মাধ্যমে করতে হবে। ৫. সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করতে হবে।