শিক্ষা

১৭ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

By Daily Satkhira

July 08, 2019

শিক্ষা সংবাদ: এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে আগামী ১৭ জুলাই।

সেদিন এ পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

রেওয়াজ অনুযায়ী, ১৭ জুলাই সকালে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এ বছর ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী দেশের দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।