আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধে লাভ বাংলাদেশের- সিএনএন

By Daily Satkhira

July 08, 2019

দেশের খবর: যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধে মোট চারটি দেশ লাভবান হচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ তালিকায় আছে বাংলাদেশের নামও। বাকি তিনটি দেশ হচ্ছে ভিয়েতনাম, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া।

প্রতিবেদনে বলা হয়, চীনের ওপর শুল্ক আরোপের পর আমেরিকানরা চীনের থেকে পণ্য আমদানি কমিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের বোঝা এড়াতে তারা এটা করেছে। তবে নিজ দেশে উৎপাদকদের ওপর নির্ভর করার পরিবর্তে এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপর ঝুঁকছে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে এক বছরের বেশি সময়ে ধরে বাণিজ্যে অচলাবস্থা চলছে। চলতি বছরের প্রথম ৫ মাসে গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র চীন তেকে ১২ ভাগ কম পণ্য আমদানি করেছে। তার পরিবর্তে বাংলাদেশ থেকে ১৪ ভাগ, ভিয়েতনাম থেকে আমদানি করেছে ৩৬ ভাগ, তাইওয়ান থেকে ২৩ ভাগ ও দক্ষিণ কোরিয়া থেকে ১২ ভাগ পণ্য আমদানি করেছে।