হাসান হাদী : সাতক্ষীরায় মানবতাবিরোধী মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি কুখ্যাত রাজাকার আব্দুল্লাহহিল বাকী, খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলামকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা জনতা। রোববার দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় (শহিদ আলাউদ্দীন চত্বর) এ সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দীক, সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব ও দৈনিক আজকের সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু, সাতক্ষীরা গণ-জাগারণ মঞ্চের নেত্রী নাসরিন খান লিপি প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী মানবতা বিরোধী অপরাধী কুখ্যাত রাজাকাররা আজো তারা ধরা ছোঁয়ার বাইরে। গ্রেফতারি পরোয়ানার আসামি কুখ্যাত রাজাকার মানবতা বিরোধী আব্দুল্লাহহিল বাকী, খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলামকে অবিলম্বে আটক করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের নির্লিপ্ততায় আমরা হতাশ। এছাড়া রোকনুজ্জামান খান ও তার পরিবারের প্রতিষ্ঠান শহরের নবজীবন নামক স্থানে এখনও জামাত শিবিরের কারখানা। এখানে ক্ষমতাসীন দলের নেতারা প্রধান অতিথি ও বিশেষ অতিথির চেয়ার অলংকৃত করেন। এভাবেই পার পেয়ে যাচ্ছে একাত্তরের পরাজিত শক্তি জামাত-শিবিরের প্রেতাত্বারা। মানবতাবিরোধী অপরাধী মামলার সাক্ষীসহ সংশ্লিষ্টদের ভয়-ভীতি ও বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে। অবিলম্বে সাক্ষীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক নেতা শহিদুল ইসলাম, জেলা শ্রমিকলীগ নেতা ও সাংবাদিক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান হাদী, মকবুল হোসেন, সদর উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ হোসেন আমির হোসেন খান চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, বাংলাদেশ পুস্তক ও প্রকাশক বিক্রেতা সমিতির জেলা সভাপতি প্রভাষক শেখ শরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মো. আব্দুর রহিম, যুব মৈত্রীর ফিরোজ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি প্রণয় সরকার, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সরকারি কলেজ শাখার সভাপতি পলাশ, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মমতাজ খাতুন মিরা, প্রাপ্তি ও প্রান্তিসহ অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনতা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ।