নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিষ সরকারের সাথে সমাজের অবহেলিত দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা দলিত পরিষদের আয়োজনে আলোচনাসভা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক গৌরপদ দাশ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদ দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাশ, শ্যামনগরের সাধারণ সম্পাদক মতিন্দ্র নাথ দাশ, কালিগঞ্জের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আশাশুনি উপজেলার সাধারণ সম্পাদক নিমাই সরকার, তালা উপজেলার সভাপতি প্রবীর দাশ, সাধারণ সম্পাদক সুজিত দাশ। সভায় বক্তারা বলেন, জেলার ৭টি উপজেলায় অবহেলিত দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর সদস্যদের পরিচয়পত্র প্রদানের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়। এসময় উপস্থিত দলিত পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহ-সভাপতি বিশ^জিৎ সাধ, সাধারণ সম্পাদক যোশেফ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক ভৈরব দাশ, ধর্ম দাশ, সুকদেব দাশ, নির্মল দাশ, কলারোয়ার সভাপতি জয়দেব কুমার দাশ, পরিতোষ মন্ডল, কালিগঞ্জের সভাপতি পঞ্চানন দাশ, সুকান্ত দাশ, শ্যামনগরের কাশিনাথ দাশ, কানাই লাল দাশ, তারক দাশ, আশাশুনির স্বপন কুমার দাশ, তালার প্রবীর দাশ, দেবহাটার গোপাল চন্দ্র দাশ, শশীভূষন দাশ, বেদে সম্প্রদায়ের সদর উপজেলার আকবর আলী, রেজাউল করিম প্রমুখ।